ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রায়েরবাজার কবরস্থান থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
রায়েরবাজার কবরস্থান থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মোহাম্মপুরের রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করেছেন তিনি। কবরস্থানের ভেতরের একটি কৃষ্ণচূড়া গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি আব্দুল লতিফ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।