ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল, সা. সম্পাদক জাকিরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল, সা. সম্পাদক জাকিরুল হেলাল আহমেদ ও জাকিরুল ইসলাম সান্টু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ প্রেসক্লাবে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার হেলাল আহমেদকে সভাপতি ও আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতি দুই বছরের জন্য এই নির্বাহী কমিটি গঠন করা হয়।  

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু (বিডিনিউজ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (নির্বাহী সম্পাদক যমুনা প্রবাহ), সাংগঠনিক সম্পাদক হীরক গুন (চানেল২৪), অর্থ সম্পাদক দিলীপ গৌর (ইন্ডিপেন্ডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী এসএইচ ফিরোজী (বিটিভি), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম (জি টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুণ্ডু (সময় টিভি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক আইয়ুব আলী (বাংলাদেশের সময়), নির্বাহী সদস্য নূরুল ইসলাম বাবু (জনকন্ঠ), ফেরদৌস রবিন (চ্যানেল আই) ও মাসুদ রানা (ইউএনবি)।

এর আগে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইফসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্না, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইফসুফ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামসহ অন্যরা।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি হেলাল উদ্দিন।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।