ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ওয়াজ করতে গিয়ে ধরা পড়া নকল বক্তাকে গণপিটুনি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
ওয়াজ করতে গিয়ে ধরা পড়া নকল বক্তাকে গণপিটুনি! ওয়াজ করতে গিয়ে ধরা পড়া নকল বক্তা

সাতক্ষীরা: মাহফিলে বক্তব্য রাখার কথা ছিল মাওলানা আবুল কালাম আজাদের। বয়ানও শুরু হয়েছিল।

শ্রোতারা বেশ মনোযোগ সহকারে ওয়াজও শুনছিলেন।  তবে ওই মাওলানার কণ্ঠ পূর্ব পরিচিত হওয়ায় হঠাৎ শ্রোতাদের মনে বক্তাকে নিয়ে সন্দেহ হয়। এ সময় মঞ্চে উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুর রহমান বয়ানের মধ্যে খানেই তার পরিচয় জানতে চান, উত্তর পাওয়ার আগেই তার মুখের রুমাল সরিয়ে দেখতে পান মুখে দাড়িও নেই। তখনই গণপিটুনির শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হন কথিত ওই বক্তা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনগত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর ইউনিয়নের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

স্থানীয় ফিংড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামছুর রহমান বাংলানিউজকে বলেন, সালমা বেগম নামে এক নারী শুক্রবার ওই মাহফিলের আয়োজন করেছিলেন। সেখানে ঢাকা থেকে মাওলানা আবুল কালাম আজাদ নামে একজন প্রধান বক্তা হিসেবে আসার কথা ছিল। কিন্তু এ নাম ধারণ করে অন্য একজন এসে প্রধান অতিথির ওয়াজ শুরু করেন। বয়ানের মধ্যে শ্রোতাদের মনে সন্দেহ জাগলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার মুখের রুমাল সরিয়ে দেখা যায় তার দাড়িও নেই! সে সময় বিষয়টি বুঝতে পেরে স্টেজেই কথিত বক্তাকে মারধর শুরু করেন উপস্থিত বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হলে এলাকা ছাড়া করা হয় তাকে।

জানা গেছে, নকল ওই বক্তা এফডিসি একজন ভিডিও এডিটর ও স্ক্রিপ্ট রাইটার। তবে তার নাম-পরিচয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ক্ষোভ জানিয়েছেন আলেমরাও। ওয়াজ মাহফিলে কাউকে দাওয়াত দেওয়ার আগে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়ার কথা বলেছেন তারা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।