ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লেবানন থেকে দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
লেবানন থেকে দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি

ঢাকা: লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৪৩২ বাংলাদেশি।  

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন।

বৈরতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির প্রথম ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস বৈরুতের তত্ত্বাবধানে ৪৩২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের চার্টার্ডকৃত বিমানটি (বোয়িং-৭৭৭) ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
টিআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।