ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে শিশুপার্ক উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
বান্দরবানে শিশুপার্ক উদ্বোধন করলেন বীর বাহাদুর উশৈসিং  শিশুপার্ক উদ্বোধন করছেন বীর বাহাদুর উশৈসিং। ছবি: বাংলানিউজ 

বান্দরবান: শিশুদের বিনোদনের জন্য বান্দরবানে উদ্বোধন করা হয়েছে শিশুপার্ক। দেড় একর জমির উপর দুই কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়ন করে।

 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদরের সেগুনবাগিচা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে বান্দরবানের প্রথম শিশুপার্কের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বান্দরবান জেলা সদরের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলোতেও শিশুপার্ক নির্মাণ করা হবে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য এই শিশুপার্ক অনেকটাই কাজে আসবে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী মো. এরশাদ মিয়া, ঠিকাদার মো. খোরশেদ আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের তথ্যমতে, নবনির্মিত এই শিশুপার্ক পৌরসভার কাছে হস্তান্তর করা হবে। শিশুপার্কে বিনোদনের জন্য ইলেকট্রনিক মিনি ট্রেন, মেরী গো-রাউন্ড, রং ডং, স্প্রিং ঘোড়া, কম্বাইন্ড সুইংসহ ১১ রকমের রাইড স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।