ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভাড়া বাড়লো অটোরিকশার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
রাজশাহীতে ভাড়া বাড়লো অটোরিকশার অটোরিকশা

রাজশাহী: রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘটের পর ভাড়া বাড়ালো রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে এ নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

এর আওতায় সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা আগের মতোই বহাল থাকবে। তবে শহরের বিভিন্ন রুট অনুযায়ী আগের সাত টাকার ভাড়া আট টাকা, ১০ টাকার ভাড়া ১২ টাকা ও ১৫ টাকার ভাড়া ১৭ টাকা করা হয়েছে।
 
রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু জানান, গত ৭ ফেব্রুয়ারি সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘোষণা অনুযায়ী রাজশাহী মহানগরে চলাচলকারী ব্যটারিচালিত অটোরিকশার ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

তিনি বলেন, অটোরিকশা মালিক/চালকদের রাজশাহী সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ থেকে নতুন এ ভাড়ার তালিকা সংগ্রহ করতে হবে। পরে তা অটোরিকশাতে লাগিয়ে প্রদর্শন করতে হবে। তবে অস্বাভাবিকভাবে কোনো ভাড়া বাড়ানো হয়নি। রুট ভেদে এক থেকে সর্বোচ্চ দুই টাকা ভাড়া বাড়ানো হয়েছে।  

এর আগে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতি সংবাদ সম্মেলন করে গত ১ জানুয়ারি থেকে ভাড়া বাড়ানোর ঘোষণা দেয়। সেদিন জানানো হয়, এখন শহরে দুই রঙের অটোরিকশা দুই শিফটে চলাচল করে। অর্ধেক সময় অটোরিকশা চালানোর কারণে চালকদের আয় কমেছে। তাই বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হচ্ছে।  

সে অনুযায়ী বছরের প্রথম দিন থেকে প্রতিটি রুটে আগের ভাড়ার সঙ্গে বাড়তি তিন টাকা আদায় শুরু করেন অটোরিকশার চালকরা। কিন্তু এ নিয়ে বিপত্তি দেখা দেয়। কারণ রাজশাহীতে অটোরিকশার লাইসেন্স দেয় সিটি করপোরেশন। তাই ভাড়া বাড়াতে হলে সিটি করপোরেশনের অনুমতি লাগবে। হুট করে বাড়ানো যাবে না।

ফলে ওই ভাড়া নিয়ে আলোচনার জন্য গত ৭ জানুয়ারি সিটি মেয়র ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির নেতাদের সঙ্গে বসেন। তিনি গত ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত দেন। গত ৩১ জানুয়ারি পার হলেও এ নিয়ে নতুন সিদ্ধান্ত না আসায় চালকরা গত ৭ ফেব্রুযারি সকাল থেকে হঠাৎ ধর্মঘট শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা নগর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

ওইদিন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ঘোষণা দেন গত ১৫ ফেব্রুয়ারির মধ্যেই তিনি অটোরিকশার ভাড়া বাড়িয়ে পুনঃনির্ধারণ করবেন। এর পর চালকরা ধর্মঘট ছেড়ে অটোরিকশা চালানো শুরু করেন। এর পর গত সোমবার রাতে সিটি করপোরেশন নতুন ভাড়া নির্ধারণ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।