ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
সুন্দরবনে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ আটক ৪ জব্দ নৌকা ও আটক ব্যক্তিরা।

বাগেরহাট: সুন্দরবনের ভোলা নদীর চর থেকে চোরাই ট্রলার ও ইলিশ ধরার জালসহ চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলা নদীর চর থেকে শরণখোলা থানা পুলিশ এদের আটক করে।

 

এসময় বরিশাল থেকে চুরি করে আনা একটি ট্রলার ও সাড়ে চার হাজার ফুট ইলিশের জাল জব্দ করে পুলিশ।

আটকরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী এলাকার রুবেল বিশ্বাস, জুয়েল বিশ্বাস, মহিবুল বিশ্বাস ও শাহিন শিকদার। বরগুনা থেকে ট্রলারটি চুরি করে সুন্দরবনের ভোলা নদীতে জেলেদের কাছে এসে বিক্রি করার জন্য তারা অবস্থান করছিলেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বরগুনা থেকে ট্রলার ও ইলিশের জাল চুরি করে কিছু দুষ্ট লোক সুন্দরবনের অভ্যন্তরে অপেক্ষা করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানি এলাকার বাদশা মিয়ার একটি ট্রলার ও ইলিশের জাল চুরির কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।