ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ২৩ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
পাঁচবিবিতে ২৩ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন খনন কাজের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন এমপি

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছোট যমুনা নদীর খননকাজ শুরু হয়েছে।  মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ৩২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু।

এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন, পানি উন্নয়ন বোর্ড জয়পুরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ওসমান গণি, আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডলসহ অন্যান্যরা।

পাঁচবিবি উপজেলার চেচঁড়া সীমান্ত থেকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা পর্যন্ত ২৩ কিলোমিটার দৈর্ঘ্য, ৩০ মিটার প্রস্থ ও ২ মিটার গভীরতায় নদীটি খনন করা হবে। খনন কাজের দরপত্র পেয়েছে মেসার্স নুরুজ্জামান অ্যান্ড ডন ও মেসার্স উন্নয়ন অ্যান্ড জোহা নামে দুটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।