ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে জেলিযুক্ত ৬ মণ চিংড়ি জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ফেনীতে জেলিযুক্ত ৬ মণ চিংড়ি জব্দ 

ফেনী: ফেনীতে ক্ষতিকারক জেলিযুক্ত ছয় মণ চিংড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই মাছের আড়তকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভূঞা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী পৌর আড়তে আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন জেলা মৎস্য কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌর মাছের আড়তে বিক্রির জন্য আনার সময় অভিযান চালানো হয়। এসময় স্বাস্থ্যের জন্য মারাত্মক চিংড়ি বিক্রির অপরাধে বেলাল ফিশিংকে এক লাখ টাকা জরিমানা ও চিটাগাং ফিশিংকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম ও জেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক মোশারফ হোসেন। পরে জব্দ ক্ষতিকারক চিংড়িগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।