ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে অটোরিকশা খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
বকশীগঞ্জে অটোরিকশা খাদে পড়ে নিহত ১ প্রতীকী ছবি

 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে আসার পথে অটোরিকশা খাদে পড়ে নুর আলম (২৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন।

 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বকশীগঞ্জ—খঞ্চেপাড়া সড়কের কাটাখালি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে আহতের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে কাকিলাকুরা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বাংলানিউজকে জানান, চার জন যাত্রী ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে খঞ্চেপাড়া থেকে বকশীগঞ্জ আসছিলেন। পথে কাটাখালী খালের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে তারা সবাই আহত হন। আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নুর আলম নামে এক জন মারা যান। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপনন্দী জানান, হাসপাতালে আসার আগেই নুর আলম নামে এক জন মারা যান। বাকিরা চিকিৎসাধীন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, দুর্ঘটনাস্থল অন্য থানাধীন হওয়ায় তার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।