ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদকসেবী ভাইকে গরম পানি ঢেলে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
মাদকসেবী ভাইকে গরম পানি ঢেলে হত্যার অভিযোগ

ঢাকা: রাজধানীর বাড্ডায় ছোট দুই ভাইয়ের মারধরে বড় ভাই সৈয়দ আব্দুল্লাহ আলার (৪২) মৃত্যু হয়েছে। নিহত আলা মাদকসেবী ছিলেন বলে তার পরিবার দাবি করেছেন।

এ ঘটনায় নিহত আলার দুই ভাইকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। বিকেলে খবর পেয়ে পুলিশ আলার মরদেহ উদ্ধার করেছে।  

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু সাঈদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত আলার বাবার নাম সৈয়দ আবদুস সালাম। তিনি তিন সন্তানকে নিয়ে দক্ষিণ বাড্ডার দাগ নম্বর ‘ক’ এলাকায় থাকতেন। আবদুস সালামের অপর দুই ছেলে মুসা ও মিঠু।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আলা মাদকাসক্ত ছিলেন। সকালে মাদকের টাকার জন্য তার বাবাকে মারধর করেন আলা। বাবাকে মারধর করার কারণে ছোট দুই ভাই আলাকে মারধর করেন। পরে আলাকে রশি দিয়ে বেঁধে গায়ে গরম পানি ঢালেন মুসা ও মিঠু। এতে আলার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তাদেরকে আটক করেছে। নিহতর পরিবারের পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোওয়ারদী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।