ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সহস্র হাতের স্পর্শে তৈরি হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি

স্বপন চন্দ্র দাস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
সহস্র হাতের স্পর্শে তৈরি হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি

সিরাজগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে সহস্রাধিক মানুষের রং-তুলির স্পর্শে তৈরি হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি।  

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই প্রতিকৃতি পূর্ণতা পায়।

শহরের মুক্তির সোপান চত্বরে তিন দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকার ব্যতিক্রমী আয়োজন করেন চিত্রশিল্পী সৌদি হুসাইন সরকার (ম্যুরাল)।  

ছাত্র-ছাত্রী, শিশু, বৃদ্ধসহ সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্ব-প্রণোদিত হয়ে ছবি আঁকার কাজে অংশ নেন। শেষদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য জেলা তথ্য অফিসের শিল্পীরা মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন।  

৬ বছর বয়সী সিনথিয়া-জাতির পিতার প্রতিকৃতি দেখে কাপাকাপা কণ্ঠে বলছিল আমাদের বঙ্গবন্ধু। প্রশ্ন করতেই বলে উঠলো, ‘আমি বঙ্গবন্ধুর ছবি আঁকতেছি। ’

সিরাজগঞ্জ কালেক্টরেট কলেজের দ্বাদশ বর্ষের ছাত্র টিএম ইয়াশা, ঢাকার সোহরাওয়ার্দী কলেজের ছাত্র মেহেদী হাসান মিলন, মওলানা ভাসানী কলেজের ছাত্র রাফিসহ অনেকেই এসেছিলেন। তারা বলেন, ‘আমরা ছবি আঁকতে না জানলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এমন প্রতিকৃতি নির্মাণের অংশ হওয়ার জন্য এসেছি। ’

জুটমিল শ্রমিক আব্দুর রাজ্জাক, পরিবহন শ্রমিক সিদ্দিক, অটোরিকশা শ্রমিক মোকতেল হোসেনসহ অনেক শ্রমজীবী মানুষও রং তুলি হাতে জাতির পিতার প্রতিকৃতি তৈরির কাজে অংশ নেন।  

ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালির অস্তিত্বে মিশে আছেন। তার মহিমা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজনকারীদের উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। ’

ব্যতিক্রমী এই ক্যানভাস তৈরির উদ্যোক্তা চিত্রশিল্পী সৌদি হুসাইন সরকার বাংলানিউজকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অস্তিত্বে মিশে রয়েছেন। তার স্মরণেই আমরা এই আয়োজন করেছি। সবাই ছবি আঁকতে পারেন না। কিন্তু রং তুলির একটু স্পর্শ দিয়ে বৃহৎ একটি প্রতিকৃতি আঁকার অংশ হতে পারেন অনেকেই। তিনদিনে এক হাজারেরও বেশি মানুষের এই কাজে অংশ নিয়েছেন। সর্বমোট ১ হাজার ১০০ মানুষের হাতের স্পর্শে এই ছবি প্রতিকৃতি সম্পন্ন হবে।

জেলা তথ্য অফিসার আবুল খায়ের বাংলানিউজকে বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সহস্র হাতের স্পর্শে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকার এমন উদ্যোগ সত্যিই ব্যাতিক্রম। এভাবেই বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। তিনি বলেন, শেষ দিনে আয়োজক ও অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়ার জন্য আমরা শিল্পীদের দিয়ে গান পরিবেশন করলাম।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ‘অস্তিত্বে বঙ্গবন্ধু’ শিরোনামে রং-তুলিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।