ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় আহত ৫ ম্যাপ

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চাচ-চাচীসহ পাঁচজন আহত হয়েছেন।  

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

হামালায় আহতরা হলেন- চাচা আব্দুল বারেক হাওলাদার (৮০), স্ত্রী নাছিনা বেগম (৭০), ছেলে নান্নু হাওলাদার (৩০), পুত্রবধূ রুবি বেগম (২৫) ও ছেলে শহিদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে গুরুতর আহত চাচা আব্দুল বারেককে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।  

আহত আব্দুল বারেকের জামাতা মিলন গাজী বাংলানিউজকে জানান, তার শ্বশুর আব্দুল বারেকের সঙ্গে তার ভাইরপো রহিম হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিস্পত্তিতে তিনি (আব্দুল বারেক) থানার আশ্রয় নেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ভাইরপো রহিমের নেতৃত্বে সাত-আটজন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাদের ওপর হামলা চালায়। সে সময় তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।  

তিনি আরও জানান, ওই জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছে। বিরোধ নিম্পত্তিতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়।  

এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন। তাই তাদের কোনো সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।   

এসআই মো. ফরিদ হোসেন জানান, জমি নিয়ে এ হামলার ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।