ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীর হাতীবান্ধা ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

ডিস্টিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ঝিনাইগাতীর হাতীবান্ধা ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল মো. নুরুল আমিন দোলা

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৬ নম্বর হাতিবান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে তিনি মারা যান।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মরহুমের জানাজার নামাজ নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি তিনি অসুস্থ বোধ করলে স্বজনরা তাকে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।