ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ব‌রিশাল: ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শরীফ শেখ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

 

এসময় আলামিন (২১) নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিহত শরীফ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ ও আলামিন একই এলাকার মো. ইউনুসের ছেলে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন এবং আহত আলামিনকে ভর্তি করেন।

জানা গেছে, আহতের স্বজনদের সূত্রে জানাগেছে, শরীফ ও আলামিন মোটরসাইকেলে করে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের চরমোনাই এর মাহফিলে জুমআর নামাজ আদায়ের জন্য আসছিলেন।

এদিকে নিহতের মরদেহ শেবাচিম হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছগির হোসেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।