ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু .

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় আলামিন (২১) নামে আহত এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকাল ১০টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর পাশে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আলগী এলাকার সিরাজ শেখের ছেলে শরীফ শেখ (২০) ও একই এলাকার মো. ইউনুসের ছেলে আলামিন গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। আহত আলামিনকে চিকিৎসার জন্য ভর্তি করেন।

পরে আলামিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা। পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহতদের স্বজনরা জানান, শরীফ ও আলামিন মোটরসাইকেলে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের চরমোনাইয়ের মাহফিল স্থলে জুমার নামাজ আদায়ের জন্য আসছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকসহ চালক ইয়ার উদ্দিন ও হেলপার রেজাউল করিমকে আটক করেছে পুলিশ। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়। অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।