ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় ‘পাখিভ্যান’ উল্টে যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
আলমডাঙ্গায় ‘পাখিভ্যান’ উল্টে যাত্রী নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারি চালিত ভ্যান) উল্টে শিপন আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন আলী (৩৫) আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার ইদ্রিস আলীর ছেলে। আহতরা হলেন শিপনের ছোট ভাই রিপন আলী (২০) ও পাখিভ্যানচালক ইকরামুল কবির (২৬) একই গ্রামের কালু মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিপনের তার শ্যালকের ছেলের সুন্নতে খাৎনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য মাংস কিনতে পাখিভ্যানে করে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন শিপনসহ কয়েকজন। পথে খাসকররা ভূমি অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানটি উল্টে যায়। এতে আহত হন শিপন, রিপন ও ভ্যানচালক ইকরামুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে শিপনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান।
ডা. মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই শিপন মারা যান। দুর্ঘটনায় আহত রিপন ও ইকরামুলকে সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।