ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
মাগুরায় হত্যা মামলার আসামি গ্রেফতার প্রতীকী

মাগুরা: মাগুরায় আকামত হত্যা মামলার আসামি ইশারত শেখ ওরফে ইশাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে জেলা সদরের বরুনাতৈল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেখ আল মেহেদী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বরুনাতৈল এলাকায় আকামত মোল্ল্যা (৫৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হন। ঘটনার পর নিহতের ছেলে নাসিরুল হোসেন বাদী হয়ে রাতেই সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। রাতভর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে বরুনাতৈল গ্রাম থেকে ইশারত ইশাকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ধারালো চাকু জব্দ করা হয়। হত্যাকারী ইশারতের নামে অস্ত্র ও ডাকাতি মামলাসহ মাগুরা সদর থানায় তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।