ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধ নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা তৈরি করছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
মুক্তিযুদ্ধ নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা তৈরি করছে সরকার বক্তব্য দিচ্ছেন শাজাহান খান। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ১৯৭১ সালে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা তৈরি করছে সরকার। এই সিনেমা তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাড়াবে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউসে খ ম মুরশীদ পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে পূর্ণদৈঘ্য বাংলা চলচ্চিত্র ‘বাংলার দর্পণ’-এর মহরত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শাজাহান খান বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা যদি বুকে ধারণ না করে তাহলে কোনো বাঙালি বাংলাদেশের স্বাধীনতার কথা ভাবতে পারে না। আওয়ামী লীগ নির্বাচনের আগে ইশতেহারে ঘোষণা দিয়েছিল মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে ধারণ করতে হবে। এজন্য দেশের মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অনেক আগেই এই উদ্যোগ নেওয়া হলেও নানাভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে। তবুও হাল ছাড়েনি।

শাজাহান খান আরো বলেন, 'বাঙালি নৌ-কমান্ডরা ১৯৭১ সালের ১৫ই আগস্টে দেশের খুলনা, মংলা, চট্টগ্রাম ও চাঁদপুর এই ৪টি নৌবন্দরে একযোগে পাকিস্তানী সেনাদের ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়। এই অপারেশনের নাম ছিল ‘অপারেশন জ্যাকপট’। অপারেশনে একজনও বাঙালি মারা যায়নি। নৌ-কমান্ডদের সব সদস্যরা সফল অপারেশন করেছে। এই ইতিহাস অনেকেই জানে না। মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে জাগ্রত করতেই ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা তৈরি করা হচ্ছে। সিনেমাটিতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ বেবতি মোহন সরকার, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার খ ম মুরশীদসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।