ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
খাগড়াছড়িতে পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা

খাগড়াছড়ি: মাঘী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুব শোকাবহ একটি পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদের কাছে পরিনির্বাণের ঘোষনা দেন এবং বৈশাখী পূর্ণিমা তিথিতে পরিনির্বাণপ্রাপ্ত হন।

দিনটি খাগড়াছড়িতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়া ধর্মরক্ষিত বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মাঘী পূর্ণিমার ধর্মীয় কার্যক্রম।

দেশজাতি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, ফুল পূজা, প্রদীপ পূজা, ধর্মীয় দেশনা শ্রবণ ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান করেন বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা। এ সময় সারা বিশ্ব যেন দ্রুত মহামারি করোনা থেকে রক্ষা পায় সেই প্রার্থনাও করা হয়।

খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশবাতি উত্তোলনের মধ্য দিয়ে শেষ হবে দিনটির কর্মযজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।