ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় আরবি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
টুঙ্গিপাড়ায় আরবি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা ছবি: বাংলানিউজ

ইবি (কুষ্টিয়া): গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) বঙ্গবন্ধু পরিষদ।  

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের বঙ্গবন্ধুর সমা‌ধি সৌ‌ধের বেদি‌তে পুষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

 

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শামিম হোসেন খান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আশফাক আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক অজু উল্লাহ, ফিরোজ, সাদিক, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, দফতর সস্পাদক সাব্বির হান্নান, অর্থ সম্পাদক মোহাস্সাদ হোসেন প্রমুখ।

সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সবাই এক মিনিট নিরবতা পালন করেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।