ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে বাসচাপায় ইজিবাইকের চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
হবিগঞ্জে বাসচাপায় ইজিবাইকের চালক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জে বাসের চাপায় আবেদুর রহমান সোহাগ (১৮) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ জেলার চুনারুঘাট উপজেলার হাঁসারগাঁও গ্রামের আব্দুল আজিদের ছেলে।

পুলিশ জানিয়েছে,সোহাগ তার ব্যাটারি চালিত ইজিবাইকটিতে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ আসছিলেন। পথে জগতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস ইজিবাইকটিকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ইজিবাইকচালক সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন ইজিবাইকে থাকা তিন যাত্রী। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ গাড়ি দু’টি জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।