ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় চোরাই তেল ও ধলেশ্বরীতে জাটকা জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
শীতলক্ষ্যায় চোরাই তেল ও ধলেশ্বরীতে জাটকা জব্দ  শীতলক্ষ্যায় চোরাই তেল ও ধলেশ্বরীতে জাটকা জব্দ। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: শীতলক্ষ্যা নদীর মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০০ লিটার চোরাই তেলসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশের সদস্যরা। এছাড়া পৃথক অভিযানে ধলেশ্বরীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে ৩৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে।

 

আটকরা হলেন- চর মিরেশ্বরাই গ্রামের আসান উল্লাহের ছেলে শাকিল (২২), একই এলাকার করিমন বেপারির ছেলে রিয়াজ (২১), স্থানীয় এলাকার নূর মোহাম্মদের ছেলে মোশারফ (৪৫)।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতভর শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করে মুক্তারপুর নৌ-পুলিশের সদস্যরা।  

মুক্তারপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ সিমেন্ট ফ্যাক্টরির ঘাটের ট্রলারে অভিযান চালিয়ে তিনটি ড্রামে ৬০০ লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়। এসময় বিক্রয়কারী শাকিল, রিয়াজ ও ক্রয়কারী মোশারফকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। নদীতে নোঙর করা বড় জাহাজ থেকে এসব তেল চুরি করে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। উদ্ধার করা তেলের আনুমানিক মুল্য ৩৯ হাজার টাকা। আটক তিনজনকে সদর থানায় প্রেরণ করা হয়েছে।  

তিনি আরও জানান, ভোর ৪টায় ধলেশ্বরী নদীর মুন্সিগঞ্জের লঞ্চঘাটের কাছে ফারহান-২ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ৩৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। লঞ্চটি ভোলা থেকে ঢাকার সদরঘাট যাচ্ছিল। জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।