ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২ প্রতীকী

রাজবাড়ী: রাজবাড়ীতে বিশেষ কায়দায় পাকস্থলীতে বহন করা ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) এমএম শাকিলুজ্জামান।


গ্রেফতার দু’জন হলেন- লুৎফর রহমান মোল্লা (৪১) ও কুব্বাত আলী (৪৮)।

এসপি এমএম শাকিলুজ্জান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেলার বালিয়াকান্দি থানার গোবিন্দপুর গ্রাম থেকে মাদকবিক্রেতা লুৎফর ও তার সহযোগী কুব্বাতকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান বিশেষ কায়দায় তাদের পাকস্থলীতে ইয়াবা বহন করা হচ্ছে। তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শে এক্স-রের মাধ্যমে ওই দু’জনের পাকস্থলীতে স্কচটেপ দিয়ে মোড়ানো ক্যাপসুল আকারের ২৮টি প্যাকেটের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীকালে বিশেষ ব্যবস্থায় তাদের পাকস্থলী থেকে মোট ১ হাজার ৪০০ পিস ইয়াবা বের করে জব্দ করা হয়। এ বিষয়ে গ্রেফতার দু’জনের নামে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, ডিআইও-১ সাঈদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।