ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ন্যায় বিচার পেতে রোহিঙ্গাদের সহযোগিতা করবে ওআইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ন্যায় বিচার পেতে রোহিঙ্গাদের সহযোগিতা করবে ওআইসি .

কক্সবাজার: আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গারা যেন ন্যায় বিচার পান সে লক্ষ্যে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি।

এ সময় রোহিঙ্গা নেতারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বর্ণনা দেন।

ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার বলেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে করা মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান সেজন্য কাজ করবে ওআইসি।

ভাসানচর পরিদর্শনের পর বিকেল সাড়ে ৩টার দিকে ওআইসি প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন।

ক্যাম্পে পৌঁছে প্রতিনিধিদলের সদস্যরা সাত নারীসহ ৬৭ জন রোহিঙ্গা নেতার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গারা ওআইসি নেতাকে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জুলুম-নির্যাতনের বর্ণনা দেন। এ সময় রোহিঙ্গা নেতা মো. উল্লাহ, মনোয়ারা বেগম, খতিজা বেগমসহ পাঁচ রোহিঙ্গা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

এর আগে সকালে প্রতিনিধিদল হেলিকপ্টারে করে ভাসানচর পরিদর্শনে যায়।

গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে আসেন। আগামী ২ মার্চ পর্যন্ত থাকবেন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।