ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শরণার্থী শিবিরের কার্যক্রম গুরুত্বের সঙ্গে করার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
শরণার্থী শিবিরের কার্যক্রম গুরুত্বের সঙ্গে করার সুপারিশ

ঢাকা: সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের আওতায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিভিন্ন কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও গুরুত্ব সহকারে করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন, নাসরিন জাহান রতনা, আ. কা. ম. সরওয়ার জাহান, আরমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।

বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বৈঠকে যোগ নেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জনবল এবং করোনাকালীন কার্যক্রম, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) নিয়ে সংসদীয় কমিটির দাখিল করা প্রতিবেদনের অগ্রগতি এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের আওতায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিভিন্ন পদে জনবল নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র ১. শিশু উন্নয়ন কেন্দ্র, টঙ্গী, গাজীপুর ২. শিশু উন্নয়ন কেন্দ্র, পুলেরহাট, যশোর (বালক) ও ৩. শিশু উন্নয়ন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুরের (বালিকা) ব্যবস্থাপনা কার্যক্রম উন্নত ও নিয়মিত মনিটরিং করার সুপারিশ করে।

বৈঠকে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সুবিধাভোগীদের জন্য এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডাটাবেজ তৈরি এবং সব ভাতা জিটুপি পদ্ধতিতে পাঠানোর সুপারিশ করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।