ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অপহৃত শিশুসহ দুই অপহরণকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১, ২০২১
অপহৃত শিশুসহ দুই অপহরণকারী আটক

ঢাকা: ঢাকার আশুলিয়া থেকে ছয় বছরের শিশু অপহরণের পাঁচ দিন পর অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময়  দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১ মার্চ) সকাল ১০টার দিকে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যাটালিয়ন র‍্যাব-৭ এর সহায়তায় চট্টগ্রাম থেকে অপহৃত ওই শিশুকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১ মার্চ) দুপুর ১টার দিকে মিরপুর পাইকপাড়ায় র‍্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।