ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টিলা কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
টিলা কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা  টিলা কর্তনকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় টিলা কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে তাওসী গার্ডেন নামে একটি রিসোর্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় ঝুঁকিপূর্ণভাবে টিলা কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ৬ এর ‌'খ' লঙ্ঘনের দায়ে জমির মালিক সুভাষ ভরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভূমি মো. নেছার উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক বদরুল হুদা, থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান উপস্থিত ছিলেন।

জানা যায়, নির্মাণাধীন রিসোর্টের ভূমি মালিক সুভাষ ভর নুরুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে জায়গাটি দীর্ঘমেয়াদি লিজ বন্দোবস্ত দেয়। নুরুলকে লিজ বন্দোবস্ত নিয়ে সেখানে তাওসী গার্ডেন নামে একটি রিসোর্ট নির্মাণ কাজ শুরু করেন। এতে নির্মাণাধীন রিসোর্টের পেছনের একটি প্রাকৃতিক টিলার অংশ বিশেষ কেটে মাটি ভরাট কাজ করেন। এতে টিলার নিচ কেটে গভীর গর্ত করা হয়েছে। তাতে যেকোনো সময় টিলাটি সম্পূর্ণ ধসে পড়ার উপক্রম হয়।

ভূমি মালিক সুভাষ ভর বলেন, টিলাটি আগেই কাটা ছিলো। এখন আমরা সামান্য জায়গা কেটে সমান করেছি।

শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন বলেন, পাহাড় টিলা কাটা অপরাধ। এতে পরিবেশ ও জীববৈচিত্রের ওপর বিরুপ প্রভাব পড়ে। টিলা কেটে কেউ যেন প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করতে না পারে সেজন্য প্রশাসন সজাগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।