ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর রেলস্টেশনের ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
বিমানবন্দর রেলস্টেশনের ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ গ্রেফতার সায়মন।

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ছয় কেজি গাঁজাসহ সাইমন গাজী (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতার সাইমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায়। শুক্রবার বেলা ১২ টার দিকে একটি ট্রেনে করে বিমানবন্দর রেল স্টেশনে নামে সাইমন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাইমন জানায় এই গাঁজা মোহাম্মদপুর এলাকায় ডেলিভারি দেওয়ার জন্য আনা হয়েছে। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।