ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাহাজ আলী (৮৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) সকালে উপজলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষ্মীর মোড় এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

বাহাজ আলী সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। তিনি ভুরুঙ্গামারী উপজেলার লক্ষ্মীর মোড় এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লক্ষ্মীর মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বাহাজ আলী। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদশে সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এফইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।