ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙ্গাবালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
রাঙ্গাবালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিজ ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় রুবেল হাওলাদার (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা উপজেলার মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত রুবেল ওই গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

জানা যায়, শুক্রবার বিকেলে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুবেলকে দেখে তার চার বছর বয়সী বোন রাবেয়া। পরে রাবেয়ার চিৎকারে পরিবারের অন্যরাসহ স্থানীয় লোকজন ছুটে আসে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেলের মা শাহিনুর বেগম বলেন, জুমার নামাজ পড়ে জিলাপি নিয়ে রুবেল বাড়িতে এসে আমাকে ডাক দেয়। তখন আমি রান্না করছিলাম। কিছুক্ষণ পর রুবেলের গলায় ওড়না পেঁচানো দেখে রাবেয়া আমাকে ডাক দেয়। আমি এসে দেখি, হাঁটু ভাজ  করে বসা অবস্থায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বাংলানিউজকে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।