ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
বিজয়নগরে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি পুকুরের পাড় থেকে তিন সন্তানের জননী রহিমা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রহিমা ওই গ্রামের সহিদ মিয়ার স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাজার করার জন্য বের হন রহিমা। এরপর একবার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা হলেও পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।  

ওসি আরেও জানান, স্থানীয় লোকজন পুকুরে পাড়ে গলায় কাপড়ের বেল্ট প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।