ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
খুলনায় ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক প্রতীকী ছবি

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রনি সরদার (১৪) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুণা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সে একই গ্রামের মো. খিজির সরদারের ছেলে। ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা রান্না করছিলেন। এ সময় প্রতিবেশি মো. রনি সরদার চকলেট দেওয়ার কথা বলে তাকে নিজ বাড়ির একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে শিশুটির পিতা রাতে থানায় অভিযোগ করেন। ওই রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে। শনিবার (৬ মার্চ) শিশুটির পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত রনিকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডুমুরিয়া থানার উপপরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রনিকে আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।