ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালালেন রোহিঙ্গা নারী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালালেন রোহিঙ্গা নারী  নোয়াখালীর মানচিত্র

নোয়াখালী: দায়িত্বরত তিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে গেছে
জেসমিন বেগম (২২) নামে এক রোহিঙ্গা নারী।

শনিবার (৬ মার্চ) ভোর রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

জেসমিন বেগম নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার নম্বর-২৭, হাউজ-বি-থ্রি এর মো. সাইফুল ইসলামের স্ত্রী।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, একজন রোহিঙ্গা নারী হাসপাতালে চিকিৎসা নিতে এসে পালিয়ে গেছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখন আমি বিস্তারিত কিছু বলতে পারবো না।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা জানান, গত (২ মার্চ) রাত ৩টা ৩০ মিনিটের দিকে গলায় টিউমার অপারেশন করতে স্বামী এবং শিশু সুমাইয়া আক্তারকে (৬) সঙ্গে নিয়ে রোহিঙ্গা নারী জেসমিন নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন।  

পরে শনিবার ভোর রাতে বাচ্চাকে প্রস্রাব করানোর কথা বলে বাথরুমে নিয়ে যায়। একপর্যায়ে সেখান থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তার স্বামীকে রেখেই সন্তানকে নিয়ে পালিয়ে যায় রোহিঙ্গা নারী।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।