ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নকলায় ইয়াবাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
নকলায় ইয়াবাসহ গ্রেফতার ২ আটক ওয়াহেদ আলী ও সাঈদ আহম্মেদ সানী

শেরপুর: শেরপুরের নকলা উপজেলা থেকে ১শ’ পিস ইয়াবাসহ ওয়াহেদ আলী (৫২) ও সাঈদ আহম্মেদ সানী (২২) নামে দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৬ মার্চ) দুপুরে তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শুক্রবার (০৫ মার্চ) দিনগত রাতে নকলা পৌরসভার কায়দা বাজারদীর গোরস্তান সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতার ওয়াহেদ বাজারদী এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে এবং সাঈদ বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে বাজারদী এলাকা থেকে ওয়াহেদ ও ক্রেতা সাঈদকে ১শ’ পিস ইয়াবাসহ হাতনাতে গ্রেফতার করা হয়। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।