ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৫ ঘণ্টা পর চুরি যাওয়া সেই শিশু উদ্ধার, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
৫ ঘণ্টা পর চুরি যাওয়া সেই শিশু উদ্ধার, আটক ৫

সিরাজগঞ্জ: ৫ ঘণ্টা পর সিরাজগঞ্জের কামারখন্দে চুরি যাওয়া আলিফ নামে ২৩ দিন বয়সী শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাণী বেগম (৩৫) নামে এক নারীসহ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

 

শনিবার (০৬ মার্চ) সন্ধ্যায় সদর থানা চত্বরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম। আটক রাণী ওই উপজেলার বারাকান্দি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

সম্মেলনে এসপি হাসিবুল আলম বলেন, দুপুর ১২টার দিকে কামারখন্দের জামতৈল ইউনিয়নের বারাকান্দি গ্রামের শহীদুল ইসলাম মণ্ডল ও ফরিদা বেগম দম্পত্তির ২৩ দিনের শিশু আলিফ বাড়ি থেকে চুরি হয়। খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুইজন বোরকা পরা নারীকে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এদের মধ্যে একজন মেরুন রঙের বোরকা পরা ছিলেন। ঘটনাস্থলে লোকজনদের জিজ্ঞাসাবাদে মেরুন রঙের বোরকা পরিহিত নারী রাণীকে শনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকার আভিসিনা হাসপাতালের সামনে থেকে শিশুটিসহ রাণীকে আটক করা হয়।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চৌবাড়ী ডিগ্রি কলেজের কর্মচারী শহিদুল ইসলামের সঙ্গে ১৪ বছর আগে বিয়ে হলেও সন্তান হয়নি রাণীর। সাত মাস আগে তাদের একটি সন্তান ভূমিষ্ট হওয়ার পর পরই মারা যায়। আর তাই মাতৃত্বের স্বাদ পেতেই শিশুটিকে চুরি করেছিলেন  নিঃসন্তান রাণী।   

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।