ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
কিশোরগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু প্রতীকী

কিশোরগঞ্জ: হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে শাহীন মিয়া (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।  

শনিবার (০৬ মার্চ) দুপুরের দিকে তার মৃত্যু হয়।

নিহত শাহীন কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার জগন্নাথপুর মধ্যপাড়ার শাহজাহান মিয়ার ছেলে। তার কয়েদি নং ৯১৯৭/এ।  

কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় পৃথক দু’টি হত্যা মামলায় তিনি ৬০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত হয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে ছিলেন।  

কিশোরগঞ্জ কারাগারের জেলার নাশির আহমেদ বাংলানিউজকে জানান, দুপুরের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন শাহীন। এ সময় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে শাহীনের মৃত্যুর বিষয়টি তার স্বজনদের কাছে জানানো হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।