নাটোর: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় বাসের ধাক্কায় মো. আজাহার আলী (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (০৬ মার্চ) সন্ধ্যার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চেকপোষ্ট এলাকায় দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, আজাহার আলী সন্ধ্যার দিকে দিঘাপতিয়া বাজার থেকে বাইসাইকেল নিয়ে ফুলতলা এলাকায় যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের চেকপোষ্ট এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী একটি যাত্রী বাহি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক জখম হন। এ অবস্থায় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপারকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এমএমএস