ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সন্ত্রাসী তানিম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
নারায়ণগঞ্জে সন্ত্রাসী তানিম গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তামিম ওরফে তানিমকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (৬ মার্চ) রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তানিম ফতুল্লা মডেল থানাধীন উত্তর চাষাঢ়া এলাকার খলিলুর রহমানের পুত্র। এসময় সন্ত্রাসী তানিমের স্ত্রী শিল্পী আক্তারকেও আটক করে পুলিশ। তবে তার বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট রয়েছে কিনা সেটা যাচাই বাছাই চলছে। সন্ত্রাসী তানিম কমপক্ষে ৭টি জিআর ওয়ারেন্টভূক্ত আসামি। সে ফতুল্লা মডেল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শনিবার রাতে চাষাঢ়া এলাকা থেকে তানিমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তানিমের বিরুদ্ধে বেশ কিছু মামলার ওয়ারেন্ট রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে কোন মামলার ওয়ারেন্ট রয়েছে কিনা সেটা যাচাই বাছাই করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।