ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
খুলনায় সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত মোস্তাফিজুর রহমান মানিক (২৫)।

খুলনা: খুলনার রূপসা বাইপাসে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মানিক (২৫) নিহত হয়েছেন।

রোববার (৭ মার্চ) ভোররাতে লবনচরা থানার কাছে তার এলপি গ্যাসবাহী পিকআপ সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়।

তিনি রূপসার এলাহিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের বড় শ্যালক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোংলা থেকে পিকআপে এলপি গ্যাস নিয়ে তিনি খুলনায় তার ডিপোতে ফিরছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মানিকের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার বলেন, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা দিলে পিকআপে চালকের পাশের সিটে বসে থাকা মানিক নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় চালককে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।