ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ৭ মার্চ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
খাগড়াছড়িতে ৭ মার্চ উদযাপন খাগড়াছড়িতে ৭ মার্চ উদযাপন। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনাসভার মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে রোববার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে শহরে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শেষে পৌর টাউনহলের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে দলীয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরাসহ জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।