ঢাকা: বিদেশে বাংলাদেশের ইতিবাচক ইমেজ তৈরির জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (৭ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণঃ বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রা’ -শীর্ষক আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তবে বিদেশে বাংলাদেশের সম্পর্কে দৃষ্টিভঙ্গী বদলাতে আমাদের কাজ করতে হবে। আমি সহকর্মীদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা দেশের ইতিবাচক ইমেজ তৈরিতে কাজ করুন।
ড. মোমেন বলেন, বাংলাদেশের শ্রমিক বলতে এখনও কেউ কেউ মনে করেন একটি নারী ইট ভাঙছে। আর তার পাশে একটি শিশু। একজন কৃষক লাঙল দিয়ে হাল চাষ করছে। তবে এখন দিন বদলেছে। বিশ্বের ১০ টি সেরা পোশাক কারখানার মধ্যে ৭ টি বাংলাদেশে। এখানে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত। আর কৃষির ক্ষেত্রে বাংলাদেশের টেকনোলজিরও অনেক পরিবর্তন হয়েছে। তাই বাংলাদেশকে নিয়ে এসব মনোভাব বদলাতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বিদেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ আনতে ও রপ্তানি বাড়াতে আপনারা কাজ করুন।
সেমিনার আরও বক্তব্য দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
টিআর/ওএইচ/