ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৭ মার্চের ভাষণ বাঙালির এগিয়ে চলার পাথেয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
৭ মার্চের ভাষণ বাঙালির এগিয়ে চলার পাথেয় ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে নিপীড়িত মানুষের, নির্যাতিত মানুষের কথা ফুটে উঠেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই ভাষণ বাঙালির এগিয়ে চলার পাথেয়।

রোববার (০৭ মার্চ) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এসব কথা বলেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক বলেন, বঙ্গবন্ধুর ভাষণ সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর সন্তান হিসেবে আমরা গর্বিত। এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে ৭ মার্চ পালিত হচ্ছে। এটা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনেক গর্বের।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, হাবিবুর রহমান, ফরিদুর রহমান ও এ কে আযাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।