পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আলুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কার্তিক চন্দ্র বর্মন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (০৭ মার্চ) দুপুরে উপজেলার শালডাঙ্গা বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে মামা শ্বশুরের সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে সাকোয়া বাজারে যাওয়ার পথে একটি আলুবাহী ট্রাক্টরকে অভারটেক করে। রাস্তা সরু হওয়ায় অসাবধানবসত কার্তিক পেছন থেকে রাস্তায় পড়ে যায়। এসময় ট্রাক্টরটির সামনে পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনা ঘটনাস্থলেই মারা যান কার্তিক।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এনটি