গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ৩৪৫ বোতল চোলাইমদসহ রুবেল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১)।
রোববার (৭ মার্চ) দুপুরে গাজীপুর র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
রুবেল ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ি এলাকার রমিজ উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ মার্চ) সকাল ৯টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয়কালে রুবেলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৪৫ বোতল (১৩৮ লিটার) দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
আরএস/কেএআর