পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রাম থেকে সাব্বির হাওলাদার (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৭ মার্চ) সকালে উপজেলার রাজপাশা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাব্বির রাজপাশা গ্রামের সৌদি প্রবাসী আব্দুস সালাম হাওলাদারের ছেলে এবং এক সন্তানের জনক।
পুলিশ জানায়, সাব্বির হাওলাদার রাজধানীর একটি গার্মেসে চাকরি করতেন। করোনাকালীন সময় বাড়িতে এসে নির্মাণ শ্রমিকের কাজ শুরু করেন। শনিবার (০৬ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে সাব্বির ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে তার মা ওজু করতে গিয়ে বাড়ির পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ রোববার (০৭ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে।
ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এনটি