পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক গৃহবধূকে (৩৭) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (০৭ মার্চ) সকালে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তার দুই মেয়েকে নিয়ে তার স্বামীর বাড়িতে থাকতেন। তার স্বামী ৬ বছর আগে তাদের বাড়িতে রেখে অভিমান করে অন্যত্র চলে যায়। এ সুযোগে প্রতিবেশী মোয়াজ্জেল সিকদারের ছেলে তার চাচাতো দেবর সবুর সিকদার প্রায়শই তাকে উত্ত্যক্ত করতো এবং অনৈতিক প্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে ১০টায় তার মেয়েরা ঘুমিয়ে পড়লে সবুর সিকদার কৌশলে তার ঘরে ঢুকে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর ডাক চিৎকারে মেয়েরা ঘুম থেকে জেগে গেলে সবুর পালিয়ে যান।
এ ঘটনায় ওই নারী শনিবার রাতে সবুর সিকদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এনটি