ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি নেতা আসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
বিএনপি নেতা আসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্তি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির গত ১৮ জানুয়ারি গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) জারি করে ৯ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

মঙ্গলবার রিমান্ড শুনানিকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে আসলাম চৌধুরীকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামসহ সমমনা ১২ ইসলামী দল হরতাল ডাকে। এর সমর্থনে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে কোতোয়ালি থানার বাবুবাজার জামে মসজিদের সামনে থেকে ৫০ থেকে ৬০ জন জামায়াতে ইসলামসহ সমমনা ১২ ইসলামী দল মিছিল বের করে। মিছিল থেকে তারা সরকার ও শাহবাগ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ভিক্টোরিয়া পার্কে শহীদ মিনারে স্থাপিত গণজাগরণ মঞ্চ ভাঙটুরের উদ্দেশ্যে রওনা হয়। বাবুবাজার পুলিশ ফাঁড়ির সামনে পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও লাঠি চার্জ করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়।
 
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই এরশাদ হোসেন ২৩ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করেন। মামলায় ১০১ জনের নামোল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত পুলিশ মামলাটিতে ১০৬ জনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।