ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাধবদীতে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
মাধবদীতে ভাইয়ের হাতে ভাই খুন

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড় ভাই।  মঙ্গলবার (০৯ মার্চ) দুপুর ১২টার দিকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নরসিংদীর মাধবদীর মহিষাসুরা ইউনিয়নের দাইরের পার গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ (৩০) মাধবদীর মহিষাসুরা ইউনিয়নের দাইরের পাড় গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (০২ মার্চ) রাতে সোহাগ নেশা জাতীয় পানীয় পান করে বাড়িতে আসেন। এ সময় সোহাগ তার মায়ের সঙ্গে রাগারাগি করেন। একপর্যায়ে সোহাগ উত্তেজিত হয়ে তার মাকে মারধর করতে থাকেন। এতে তার বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করেন। পরে ছোট ভাই জহিরুলের স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে ছোট ভাই ক্রিকেট ব্যাট দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশে একটি পুকুর পাড়ে মাটিচাপা দিয়ে রাখা হয়।  

এদিকে সোহাগকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে মাধবদী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এরই মধ্যে মাধবদী থানা পুলিশ নিহতের ছোট ভাইদের দুই বউকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পাড় থেকে নিহত সোহাগের মরদেহ উদ্ধার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) সৈয়দুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর মরদেহটি গুম করে রাখা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।