ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো নারীর

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় পারুল বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল বেগমের বাড়ি মহানগরীর শাহ মখদুম থানার বড়বাড়িয়া মহল্লায়। তার স্বামীর নাম সেলিম হোসেন।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বাংলানিউজকে বলেন, পারুল বেগমের বড় মেয়ের শ্বশুর বাড়ি পদ্মা নদীর ওপারে চর মাজারদিয়াড়ে। সাত বছরের ছোট মেয়ে লাবিবা খাতুনকে নিয়ে পারুল বড় মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন। কাশিয়াডাঙ্গা মোড়ে এসে তিনি সড়ক পারাপার হচ্ছিলেন।

এ সময় একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এতে হাত ধরে ধাক্কা লাবিবা দূরে ছিটকে পড়ে। আর গুরুতর আহত হন পারুল। ঘটনাস্থলেই থাকা পুলিশের একটি গাড়িতে করে দ্রুত পারুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাকের চালককেও।

তবে পালিয়েছেন হেলপার। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। বর্তমানে নিহতের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে নেওয়া হয়েছে। দুপুরের মধ্যে ময়নাতদন্ত শেষে পারুল বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।